9:27:27 PM
ওডেস্ক ফ্রিল্যান্সিং সাইট যেখানে সব ধরণের কাজ রয়েছে

ওডেস্ক ফ্রিল্যান্সিং সাইট যেখানে সব ধরণের কাজ রয়েছে

প্রাথমিক কথা

আমি মনে করি ওডেস্ক এমন একটি ফ্রিল্যান্সিং সাইট যেখানে সব ধরণের কাজ রয়েছেএমন কি আপনি যদি ভাবেন বা মনে করেন আপনি মুভি দেখা ছাড়া আর কিছুই করেন না, আমি বলবো, ওডেস্কে মুভি দেখার জন্যও জব রয়েছেঘরে বসে মুভি দেখবেন আর এই মুভি দেখা শেষ হলে জাস্ট ২০০/৩০০ শব্দের একটা রিভিউ লিখে দেবেনএজন্যও আপনি পেমেন্ট পাবেন

ওডেস্ক কী?

ওডেস্ক একটি ওয়েবসাইটযেখানে বিভিন্ন কাজের বিজ্ঞপ্তি দেয়া থাকে এবং আপনি আপনার পছন্দসই কাজ করতে পারেন তাদেরকে নির্দিষ্ট একটা চার্জ দিয়ে অর্থা ওডেস্ক হলো একটা মিডিয়াআপনার এবং কাজদাতার মধ্যে পরিচয়, পারস্পরিক লেন-দেন করে দেয়ার একটা মিডিয়া সাইট হলো ওডেস্কএরকম সাইট আরও অনেক রয়েছেতবে ওডেস্ক-ই হলো সর্বেসর্বা বা সর্বশ্রেষ্ঠ

আমি ওডেস্কে কাজ করার উপযোগী?

হ্যাঁ, আশা করি এটা এতক্ষণে বুঝে গেছেন প্রাথমিক কথাটুকু পড়েইএমন কোনো কাজ নেই যেটা ওডেস্কে নেইসব ধরণের কাজ রয়েছেহয়তো আপনি সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকেনআপনি হয়তো জানেনও না এই পড়ে থাকাটাই মূল্যবান করে তুলতে পারেন আপনি

কীভাবে ওডেস্ক থেকে কাজ পাবো?

প্রথমে আপনাকে ওডেস্কে রেজিস্ট্রেশন করতে হবেরেজিস্ট্রেশন করতে কোনো ফি প্রদান করতে হয় না অর্থা সম্পূর্ণ ফ্রিসুতরাং এখন-ই একটি একাউন্ট ওপেন করতে পারেনএকাউন্ট ওপেন করার পর আপনার একটি প্রোফাইল তৈরি করতে হবে চমকারভাবেকারণ প্রাথমিকভাবে এই প্রোফাইল দেখেই কাজদাতারা আপনাকে কাজ দেবেনপ্রোফাইল ১০০% হলে আপনি কাজের জন্য আবেদন করতে পারেন যেটাকে ওডেস্কের ভাষায় বলা হয়- বিড করা

বিড মানে কি?

ব্যাপারটা সহজ করে বলি- কাজদাতা তার কাজটির জন্য ১০০ ডলার বরাদ্দ করেছে এর বেশি সে দেবে নাএই টাকার মধ্যেই সে কাজটি করাতে চাচ্ছেআপনি কাজটি ১০০ ডলারেই করবেন নাকি আরও কমে করবেন? সাধারণত সবাই এর কমেই করতে চায়এই চাওয়াটা কাজদাতাকে জানিয়ে দেয়াটাই হচ্ছে বিড করাবিড করার সময় একটি কভার লেটার লিখতে হয়যেখানে আপনি উল্লেখ করবেন সুন্দর করে- কেন কাজদাতা আপনাকে কাজটি দেবেন?

এই ব্লগে খুব সুন্দর কভার লেটার-এর স্যাম্পল দিয়েছেন নাফিউর রহমান সজীব ভাই

এছাড়াও ওনার লেখা কিভাবে ওডেস্ক-এর জবে বিড বা অ্যাপ্লাই করবেন? পড়ে দেখুনবিড ব্যাপারটা আরও সহজ হয়ে যাবে

রেডিনেস টেস্ট কী?

ওডেস্ক-এ কাজ করতে হলে কিছু নিয়ম-কানুন মানতে হয়ওদের নিয়ম-কানুন ভালো করে পড়েছেন কিনা সেটা শিউর হওয়ার জন্য ওরা একটা টেস্ট-এর ব্যবস্থা করেছে এই টেস্ট দিলে এখানে কাজ করতে সুবিধাকী সুবিধা? সুবিধা দুটি-

  • কাজদাতা খেয়াল করে আপনি এই টেস্ট দিয়েছেন কিনা
  • ওডেস্ক-এ প্রতি সপ্তাহে আপনি সর্বোচ্চ ২৫টি বিড করতে পারবেনকিন্তু শুরুতেই তা পারবেন নাএকাউন্ট ওপেন করার সাথে সাথে মাত্র ২টি বিড করার জন্য প্রতি সপ্তাহে সুযোগ পাবেনরেডিনেস টেস্ট দিলে ১০টি হবেকোনো কাজ পেলে ১৫টি হবেকোনো কাজ শেষ হলে এবং ফিডব্যাক পেলে ২০টি হবেআপনার এড্রেস ভেরিফাইড হলে ২৫টি হবে

রেডিনেস টেস্ট দেয়া খুবই সহজহেল্প পেতে সজীব ভাইয়ের এই পোস্টটি পড়তে পারেন- ওডেস্ক এর বিভিন্ন স্কিল টেস্ট পাস করে আজই কাজ পেতে চেষ্টা করুন

অন্যান্য টেস্ট

ওডেস্ক-এ প্রায় পাঁচশমতো টেস্ট রয়েছে বিভিন্ন কাজের জন্যআপনি যে কাজ করবেন সে কাজের রিলেটেট টেস্ট দিয়ে যদি ভালো স্কোর পান তাহলে কাজ পেতে সুবিধা হয়

কাজ পাওয়া কি খুব কঠিন?

মোটেও নাএকেবারেই কঠিন নাআপনার চেষ্টা, আগ্রহ যদি থাকে এবং আপনি যদি সত্যিই কাজ জানেন তাহলে অবশ্যই কাজ পাবেনএবং খুব দ্রুত পাবেনএটা ঠিক, প্রথম কাজটার জন্য আপনাকে একটু পরিশ্রম বেশি-ই করতে হবেতবে আপনি যদি একটানা ১০ দিন লেগে থাকতে পারেন তাহলে আপনার সাফল্য নিশ্চিত

বিড করতে করতে হয়রান, কাজ পাচ্ছি না

আমি বলবো, কথাটা মোটেও ঠিক নাআমি অনেককেই জানি, যারা মাত্র ২/৩ দিন বিড করেই তাদের প্রথম কাজটা পেয়ে গেছেআপনি হয়রান হবেন না যদি আপনি সত্যিই কাজ করতে চান

নিজের প্রোফাইলটা দেখুন- এবং নিজেকেই প্রশ্ন করুন- আপনি যদি কাজদাতা হতেন তাহলে আপনার কাজের জন্য এই প্রোফাইলটাকে মনোনীত করতেন কিনা? নিজের কাছে নিজে স থেকে বুঝতে চেষ্টা করুন

কাজ পাওয়ার কৌশল

বিড করে কাজ পাওয়ার নানা কৌশল আছেএখানে আমি আমার নিজের অভিজ্ঞতা শেয়ার করছিআশা করছি এগুলো আপনাদের কাজে লাগবে, যারা নতুন

কৌশল-০১

নতুন কাজে বিড করুনএকটা নতুন জব পোস্ট হওয়ার ৩০ মিনিটের মধ্যে বিড করতে পারলে কাজ পাওয়ার সম্ভাবনা থাকেকারণ আমি আমার নিজের অভিজ্ঞতায় দেখেছি- কাজদাতা সাধারণত তাকেই সিলেক্ট করে যে সবার আগে বিড করেছেতবে ব্যতিক্রমও আছে

কৌশল-০২

এমন কোনো কাজে বিড করবেন না যে কাজের জন্য কাজদাতা কাউকে ইন্টারভিউতে কল করেছেকারণ সাধারণত কাউকে ইন্টারভিউতে কল করার অর্থ-ই হচ্ছে কাজটা তাকে দিয়ে দেওয়াসাধারণত এটাই হয়

কৌশল-০৩

সুন্দর, সিম্পল এবং শর্ট কভার লেটার লিখুনকাজদাতার রিক্রয়ারমেন্টসগুলো ভালোভাবে পড়ুনএবং রিপ্লাই করুন পয়েন্ট বাই পয়েন্টকেন আপনি এই কাজের উপযোগী, কেন আপনাকে হায়ার করবে সে কথা ক্লিয়ার করে লিখুনআগে এরকম সাইট করেছেন, যদি স্যাম্পল থাকে তাহলে স্যাম্পল লিংক দিন কভার লেটারেব্যক্তিগত যোগাযোগের মাধ্যম ব্যাবহার করবেন না

কৌশল-০৪

১০০ ডলারের কাজের জন্য বিড করুন ৬০ ডলারের মধ্যেকেন কম বিড করেছেন সেটা কাজদাতাকে কভার লেটারে লিখুনবলুন- আপনি নতুন ওডেস্কেআপনি অনেক কাজ জানেন এবং অভিজ্ঞকিন্তু যেহেতু নতুন তাই এই মুহূর্তে আপনার টাকার চেয়ে ভালো কিছু ফিডব্যাক দরকারতাই কম টাকা বিড করেছেনদেখবেন সহজেই ইন্টারভিউতে কল পাবেনইন্টারভিউতে কল পাওয়ার অর্থ কাজদাতা আপনার কাছে আরও কিছু জানতে চাচ্ছেযা জানতে চাচ্ছে তা ক্লিয়ার জবাব দিনবাড়তি কথা বলবেন নানিজের কাছে নিজে স থাকবেনএবং বলবেন- আপনি পরিশ্রমী, অভিজ্ঞ এবং স

কৌশল-০৫

বাংলাদেশ টাইম সকাল ৪টা থেকে সকাল ৮টা পর্যন্ত সময়ে বিড করুনআমি মনে করি এই সময়ে ওডেস্কে সবচেয়ে বেশি জব পোস্ট হয় এবং বিডকারীর সংখ্যা তুলনামূলক কম থাকেএই সময়ে বিড করলে ইন্টারভিউতে দ্রুত কল পাওয়া যায়

 

Views: 927 | Added by: Bachcu | Tags: আইটি | Rating: 0.0/0
Total comments: 1
1 bd  
0
Verey Nice

Name *:
Email *:
Code *: